সিলেটWednesday , 15 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

দ্বিতীয়বার বিয়ে করলেন হার্দিক-নাতাশা!

Link Copied!

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :
সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচকে ফের বিয়ে করেছেন হার্দিক পান্ডে। দ্বিতীয়বার বিয়ের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। মঙ্গলবার ভালোবাসার দিনেই চার হাত এক হলো তাদের।

Manual2 Ad Code

আনুষ্ঠানিক বিয়ের জন্য বিশেষ পোশাক তৈরি করিয়েছিলেন হার্দিক-নাতাশা। হার্দিকের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, নাতাশা পরেছেন সাদা বাহারি গাউন। অন্যদিকে হার্দিক পরেছেন সাদা শার্ট এবং কালো শুট। ছবিতে দেখা যাচ্ছে নাতাশার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ আত্মীয়দের। তাদের দু’জন নাতাশার গাউনের শেষ অংশ ধরে রয়েছেন।

Manual7 Ad Code

এর আগে ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাতাশা-হার্দিক। এক পুত্রের বাবা-মা তারা। তবু আবার তারা বিয়ের পিঁড়িতে বসেছেন। ২০২০ সালের ৩১ মে একটু তাড়াহুড়োর করেই বিয়ে করেছিলেন হার্দিক। কোভিডের জন্য কোনো অনুষ্ঠান করেননি সে সময়। তেমন কাউকে আমন্ত্রণও জানাননি। শুধু আইনিভাবে বিয়ে হয়েছিল তাদের। চোটের জন্য বিয়ের পর হার্দিক ছিটকে গিয়েছিলেন ২২ গজ থেকে। তার মধ্যেই পরিবারে আসে সন্তান। ছেলে অগস্ত্যকে নিয়ে ব্যস্ততা বাড়ে তাদের। চোট সারিয়ে ক্রিকেটে ফেরার পর ব্যস্ততা আরও বেড়েছে হার্দিকের।

গত তিন বছর নিজেদের জন্য আলাদা করে তেমন একটা সময় বের করতে পারেননি তারা। নাতাশার ইচ্ছামতোই অনুষ্ঠান করে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন হার্দিক। আনুষ্ঠানিক বিয়ের জন্য বেছে নেন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনটিকে। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাদের বিয়ের আসর।

Manual5 Ad Code

সাদা বলের ক্রিকেট খেললেও এখনও টেস্ট ক্রিকেট খেলছেন না হার্দিক। তাই বর্ডার-গাওস্কর সিরিজের সময়টিকেই আনুষ্ঠানিক বিয়ের জন্য বেছে নিয়েছিলেন তিনি। ভারতীয় দলের সতীর্থরা ছাড়াও দু’পরিবারে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা আমন্ত্রিত ছিলেন মঙ্গলবারের অনুষ্ঠানে।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code
Manual6 Ad Code