স্টাফ রিপোর্টার:
সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলনে গতি আনতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের সঙ্গে এই বৈঠকে হবে। পরে ধারাবাহিকভাবে অন্য বিভাগের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকেলে রংপুর বিভাগের দল সমর্থিত স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলীয় প্রতীকে এবং আগে দলের সমর্থনে নির্বাচিত স্থানীয় সরকারের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যানের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবে বিএনপি।
বৃহস্পতিবার রংপুর বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। আগামী ১৬ মার্চ পর্যন্ত বিভাগভিত্তিক এসব বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি বৈঠকে ২৫০ জনপ্রতিনিধির সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এই সংবাদটি পড়া হয়েছে : 997 বার