সিলেটThursday , 23 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মৌলভীবাজারে আন্তঃনগর ট্রেনে পাওয়া গেল গলাকাটা মায়া হরিণ

Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি মায়া হরিণের গলা কাটা মরদেহ ঢাকাগামী কালনী ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে।

ঢাকাগামী কালনী ট্রেন থেকে বুধবার (২২ ফেব্রুয়ারি) গলাকাটা মায়া হরিণের মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, লাউয়াছড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে হরিণটি আহত হয়েছে। পরে দুর্বৃত্তরা হরিণটি হত্যা করে বস্তায় ভরে ট্রেনে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। তবে ট্রেনের ভেতর ওই বস্তা দেখে রেল পুলিশের সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে সেখান থেকে একটি গলাকাটা হরিণ উদ্ধার করা হয়। তবে তদন্ত ছাড়া সঠিক কিছু বলা যাচ্ছে না।’

 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র বলেন, ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের আঘাতে হরিণটি আহত হয় এবং পরে হরিণটিকে জবাই করা হয়। আমরা ময়নাতদন্তের মাধ্যমে জানতে পেরেছি জবাই করার কারণেই হরিণটির মৃত্যু হয়েছে। গায়ে আঘাতের চিহ্ন থাকলেও তার কারণে মৃত্যু হয়নি। জবাই না করলে এ আঘাতে সুস্থ হয়ে যেত হরিণটি।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার