সিলেটMonday , 27 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ওসমানীনগরে বাসের ধাক্কায় বাঁচলেন না কেউ

Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের গয়নাঘাট নামক স্থানে সিলেট-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীই নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার কয়েক ঘন্টা পর রাতে আরেকজন নিহত হন।

নিহতরা হলেন উপজেলার উছমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের মোশাহিদ আলী ওরফে পাখি মিয়ার ছেলে জাহেদ হোসেন (৩৭) ও ধনপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে রেদওয়ান আহমদ (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য জনি চৌধুরী।

জানা গেছে, গতকাল রোববার বিকাল ৫টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া শেরপুরগামী বাস (সিলেট-হ-১১-৬৭৯৫) গোয়ালাবাজারের গয়নাঘাট এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়েন। দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি।

ঘটনাস্থলে মারা যান জাহেদ হোসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরতর আহত রেদওয়ান আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কয়েক ঘন্টা পর রাতে মারা যান রেদওয়ান।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব জানানন, এ দুজন মোটরসাইকেলযোগে গোয়ালাবাজার থেকে তাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন তারা।