সিলেটThursday , 2 March 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম

Link Copied!

যশোর প্রতিনিধি:
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যশোরের অভয়নগরে নবম শ্রেণির এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম করেছে এক যুবক। বুধবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গরু হাটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত রোহান ইসলাম (২১) একই উপজেলার বুইকরা গ্রামের ড্রাইভার পাড়ার হায়দার আলীর ছেলে।

আহত ওই স্কুলছাত্রী বলেন, বখাটে রোহান দীর্ঘদিন ধরে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বুধবার বিকেলে প্রতিদিনের মতো আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। এসময় পথে গরু হাটের সামনে রোহান আমার গতিরোধ করে আবারও প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজী না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে আমার মুখে ব্লেড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং আমাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান বলেন, এক স্কুল ছাত্রীকে বখাটে যুবক ব্লেড দিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ওই ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।