গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জের বড় মোকাম এলাকায় মোটরসাইকেল চাপায় সুজন চৌধুরী (৪৭) নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামের ফনীভূষন চৌধুরীর ছেলে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জের বড় মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টায় সুজন চৌধুরী (৪৭) গোলাপগঞ্জের বড় মোকাম এলাকায় রাস্তা পার হচ্ছেন। সে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে চলে আসা একটি মোটরবাইক চালক তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ঐদিন রাত ৯ টার দিকে তিনি মারা যান। স্থানীয়দের হস্তক্ষেপে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাপঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 996 বার