সিলেটSunday , 12 November 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

কৌতুক অভিনেতা থেকে রাষ্ট্রনায়ক, কতটা সফল জেলেনস্কি?

admin
November 12, 2023 2:11 pm
Link Copied!

অনলাইন ডেস্ক:
ছিলেন কৌতুক অভিনেতা, হয়ে গেছেন রাষ্ট্রনায়ক। বলছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির কথা। মাত্র বছর দুয়েক আগেও এতটা পরিচিত ছিলেন না জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চোখে চোখ রেখে যুদ্ধে নামায় চলে আসেন আলোচনায়। মূলত তার সাহসীকতার কারণে নেটিজেনদের প্রশংসায় ভাসতে থাকেন মাত্র ৪৫ বছর বয়সী এই প্রেসিডেন্ট। রাষ্ট্রপ্রধান হওয়ার আগের জীবনটা রাজনীতি দিয়ে শুরু হয়নি তার।

শুরুতে জেলেনস্কি ছিলেন রুপালি পর্দার নায়ক। অভিনেতা হিসেবে বেশ কিছু ছবি এবং টিভি সিরিজে কাজ করেছেন। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয় শুরু করেন জেলেনস্কি। রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশ নেন।

১৯৭৮ সালে ক্রিওয়িজ রিহ শহরে ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম ভোলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি। আইনে স্নাতক হন কিয়েভ ন্যাশনাল ইকনোমিক ইউনিভার্সিটি থেকে। কিন্তু আইনজীবী হওয়ার আগ্রহ ছিল না তার। তিনি ছিলেন কৌতুক অভিনেতা। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে অভিনয়ে হাতেখড়ি। এরপর একাধিক টেলিভিশন শোতেও দেখা গেছে তাকে।

জেলেনস্কির ব্যক্তিগত জীবন:
২০০৩ সালে ওলেনা নামের এক মেয়েকে বিয়ে করেন। পরিবারে জেলেনস্কির ছেলে ও এক মেয়ে রয়েছে।
ভোলোদিমির জেলেনস্কির অভিনয়:

অভিনয় জীবন শুরু হয় অফিস রোমান্স ও আওয়ার টাইমের মতো চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ২০০৮ সালে, তিনি ‘লাভ ইন দ্য বিগ সিটি’ ফিচার ফিল্মে কাজের সুযোগ পান।

যেভাবে রাষ্ট্রপ্রধান ভোলোদিমির জেলেনস্কি:
প্রেসিডেন্ট হিসেবে তার স্বপ্ন ধরা দেয় মূলত ২০১৫ সালে। তখন ভোলোদিমির জেলেনস্কি সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি শোতে কাজ করেছিলেন। মজার বিষয় হলো, এই শোতে ইউক্রেনের প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তখনো কী জানতেন, তিনিই দেশের প্রেসিডেন্ট হবেন?

২০১৯ সালে কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে যান এই কৌতুক অভিনেতা। প্রতিপক্ষকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হন। প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে হয়ে যান প্রেসিডেন্ট।

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নায়ক বনে যাওয়া এই প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। নাম আছে প্যান্ডোরা পেপারসেও। অনেকেই তাকে ইউক্রেনীয় ডোনাল্ড ট্রাম্প বলে ডাকেন। কারণ দুজনেরই বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ততা ছিল।
শুধু কৌতুক অভিনেতা বা প্রেসিডেন্ট হিসেবেই নয়, চিত্রনাট্যকার হিসেবেও ব্যাপক খ্যাতি আছে জেলেনস্কির।