সিলেটSaturday , 18 November 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

ভারতের দুর্বলতা খুঁজে পাচ্ছে না অস্ট্রেলিয়া

admin
November 18, 2023 12:01 pm
Link Copied!

স্পোর্টস ডেস্ক:
আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ফাইনালে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার বোলার জশ হ্যাজেলউডকে কাছে জানতে চাওয়া হয়। চলতি আসরের স্বাগতিক ভারতের দুর্বলতা সম্পর্কে। এমন প্রশ্নের উত্তরে এই অজি বোলার বলেন, ‘আমরা প্রকৃতপক্ষে ভারতের কোনো দুর্বলতা খুঁজে পাচ্ছি না। তারা একটি মানসম্পন্ন দল, তারা পুরো টুর্নামেন্টে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। তাদের দলে কোনো দুর্বলতা নেই। তবে ফাইনাল ম্যাচে দুই দলেরই ভালো করার সম্ভাবনা রয়েছে এবং আমরা আমাদের দলের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব।’

এর আগে প্রথম পর্বের নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেছিল অজিরা। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। সেই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। তবে ফাইনালে ভারতের বিপক্ষে ভালো করার জন্য আশাবাদী এই অজি পেসার।

নতুন বলে অস্ট্রেলিয়া কেমন করতে পারবে সেই বিষয়ে বলতে গিয়ে হ্যাজলউড বলেন, ‘স্টার্ক এবং আমি এখন দীর্ঘদিন ধরে একসঙ্গে বোলিং করেছি, আমরা একে অপরের খেলা জানি এবং আমরা দুজন একই ভালো কিছু করার চেষ্টা করি, যা আনন্দদায়ক। আশা করি, রবিবারেও আমরা সেটা করতে পারব, কিন্তু হ্যাঁ, উইকেটে এমন কিছু আছে যা আমাদের হয়তো ছিল না। তবে ফাইনালে আমরা সবাই আমাদের সেরাটা দিতে মরিয়া’।

এর আগে ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ঘরের মাটিতে ফাইনাল নিশ্চিত করে। এছাড়া ২০০৩ সালে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে ভারতের বিপক্ষে ১২৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে তৃতীয় শিরোপা জেতে অস্ট্রেলিয়া।