সিলেটSunday , 11 February 2024
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রামায়ণে সীতার ভূমিকায় জাহ্নবী, কোন চরিত্রে থাকবেন রাকুল প্রীত?

admin
February 11, 2024 11:39 am
Link Copied!

বিনোদন ডেস্ক:
দীর্ঘ দিন ধরে চর্চায় রয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। মহাকাব্য রামায়ণ অবলম্বনেই তৈরি হচ্ছে এই সিনেমা। কয়েকটি দিন পরেই শুরু হবে এর শুটিং। এতে রামচন্দ্রের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। রাবণ হবেন দক্ষিণী অভিনেতা যশ। হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে।

তবে সিনেমায় সীতা কে হবেন তা নির্ধারণ করা হয়নি। একেক সময়ে উঠে এসেছে একেক জন অভিনেত্রীর নাম। কখনও শোনা গিয়েছে আলিয়া ভাটের কথা, কখনো আবার সাই পল্লবী। তবে অবশেষে নাকি পরিচালক মনস্থির করেছেন জাহ্নবী কাপুরে। এর মাঝেই আলোচনায় আর এক অভিনেত্রীর প্রবেশ। তিনি রাকুল প্রীত সিংহ।

রামায়ণ সিনেমা সিনেমাটি নীতেশের অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে। ক্যামেরা, কাস্টিং কিংবা ভিস্যুয়াল এফেক্ট— সব দিক থেকে অন্য অনেক ছবিকেই ‘রামায়ণ’ ছাপিয়ে যাবে বলে অনুমান ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের।