সিলেটSunday , 3 March 2024
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ আটক ৪

admin
March 3, 2024 3:25 pm
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চোরাই পথে আনা ভারতীয় চিনির চালান আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকার রফিকুল ইসলাম রফুর বাড়ির চলাচলের রাস্তা থেকে চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, স্থানীয় দক্ষিন ক্যাম্পেরঘাট গ্রামের মৃত আব্দুল আলী মুন্সির ছেলে হারুন অর রশিদ (৩২), একই গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে আশ্রব আলী (২২), বাঘমারা গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুন নুর (২৩) ও দক্ষিন ক্যাম্পেরঘাটের মাহাতাব মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০)কে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা শূল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বর্তমান বাজারমুল্য ২ লাখ ১০হাজার টাকা।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, অবৈধ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আট একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।