স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে শুক্রবার (৫ জুলাই) বিকালে খাসিয়াদের গুলিতে এক চিনি চোরাকারবারি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিশদ খান্দজানি (৩০) নামের ওই যুবক। উপজেলার তুরং এলাকার কুলি বস্তির মৃত বাবু চন্দের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জের দমদমা সীমান্ত দিয়ে চিনি চোরাচালান হচ্ছে। বিগত দিনে রাতের চিনি চোরাচালান হলেও এবার তা দিন-দুপুরে শুরু হয়েছে। প্রতিদিনের মতো শুক্রবার বিকালে চিনি নিয়ে আসার জন্য ১২৫৯/২ এস পিলারের ওপারে যান ২০/২৫ জন বাংলাদেশি লোক। সীমান্তের ওপারে একটি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বাগানের পাহারাদার চোর মনে করে তাদের দিকে এয়ারগানের গুলি ছুঁড়ে। এসময় বিশদ খান্দজানির পেটে গুলি লেগে তিনি আহত হন। এসময় তার সাথে থাকা অন্যরা দৌঁড়ে পালানোর সময় তাদের পায়ের নিচেও পড়ে যান বিশদ। এতে তিনি আরও আহত হন। পরে সঙ্গীরা তাকে সীমান্তের এপারে নিয়ে আসেন।
বিশদ খান্দজানির বাড়িতে খবর নিয়ে জানা যায়, তাকে শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে ভতি করা হয়েছে।
বিজিবি দমদমা ক্যাম্পের নায়েক সুবেদার রফিকুল ইসলাম জানান, আমরাও লোকমুখে শুনেছি- একজন বাংলাদেশী খাসিয়ার গুলিতে আহত হয়েছেন। তার বাড়িতে খবর নিয়ে জানতে পেরেছি সে সুস্থ আছে। গুরুতর আহত নয়।
তিনি আরও বলেন- ওই যুবকের পরিবার বলছে, সে লাকড়ি আনতে ওপারে গিয়েছিল।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার