সিলেটTuesday , 3 September 2024
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে প্রাণ গেল বৃদ্ধের

admin
September 3, 2024 1:53 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের বাহুবলে পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের কাইতগাঁও গ্রামে এ সংঘর্ষ ঘটে।

নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৭০)। তিনি কাইতগাঁও গ্রামের মৃত নুর আলীর ছেলে। আহত ব্যক্তিদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কাইতগাঁও গ্রামের দোকানদার জলিল মিয়ার সঙ্গে একই গ্রামের মতি মিয়ার টাকা পাওনাকে কেন্দ্রে করে কথাকাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সোমবার রাতের দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার রাত ৩টায় আমির হোসেন মারা যান।

বাহুবল মডেল থানার ওসি মো. মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংবাদটি পড়া হয়েছে : 990 বার