সংবাদ বিজ্ঞপ্তি:
সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও দৈনিক সিলেট কন্ঠ’র সম্পাদক ও প্রকাশক আব্দুল খালিককে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনার প্রতিবাদ জানিয়েছে বিয়ানীবাজার প্রেসক্লাব।
এক বিবৃতিতে বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম জানান, পেশাগত কারণে সাংবাদিকরা অনেকের বিরাগভাজন হয়ে পড়েন। আর এসবের জের ধরে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে একটি দুষ্ট চক্র সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।
তারা আরো জানান, সম্প্রতি জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের নিজ এলাকার একটি চক্র সাংবাদিক আব্দুল খালিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন-জগণ্য মিথ্যাচার করতে থাকে। এ থেকে আইনী পরিত্রাণ পেতে সাংবাদিক আব্দুল খালিক তথ্য প্রযুক্তির যথাযথ ধারায় আদালতে মামলা দায়ের করেছেন। উক্ত মামলার সুষ্টু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
একইসাথে সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার