সিলেটTuesday , 1 October 2024
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুনামগঞ্জে অগ্নিকান্ডে প্রাণ গেল একই পরিবারের ৬ জনের

admin
October 1, 2024 1:07 pm
Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে আগুন লেগে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের আদর্শগ্রাম শিমেরখাল আশ্রয়ন প্রকল্পে এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে যারা মারা গেছেন তারা হলেন- শিমেরখাল গ্রামের দিনমজুর এমারুল মিয়া (৫৫), তার স্ত্রী পলি আক্তার (৪৫), শিশুসন্তান পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা বেগম (৫) ও ওমর ফারুক (৩)। অগ্নিদুর্ঘটনায় ৬ জনের প্রাণহানীর বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ওসি এনামুল হক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২ টার পরে শিমেরখাল আশ্রায়ন প্রকল্পের একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন এমারুল, তার স্ত্রী ও চার সন্তান। পাশের ঘরের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করতে থাকে। কিন্তু ভেতর থেকে এমারুল ও তার পরিবারের কারও সাড়া মিলেনি।

পরে পুলিশ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ভেতরে ৬ জনের দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 992 বার