সিলেটMonday , 28 October 2024
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুনামগঞ্জে ‘বালুখেকো’ বাবুল গ্রেফতার

admin
October 28, 2024 6:24 pm
Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু লুটপাটে জড়িত বাবুল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্বরম্ভপুর উপজেলার ভাতেরটেক গ্রামের আবুল খায়ের ছেলে। তার বিরুদ্ধে অবৈধভাবে বালু লুটের অভিযোগগে আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শহরের ডিএস রোড থেকে তাকে গ্রেপ্তারের করা হয়েছে।

রাত ৯ টায় সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশের অনুপস্থিতর সুযোগ নিয়ে ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে বালু লুটপাট শুরু করে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রকে যে কয়জন নিয়ন্ত্রণ করে তাদের অন্যতম হোতা বাবুল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

পুলিশ সুপার জানান, বাবুলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বালুখেকো চক্রের সদস্যদের তথ্য সংগ্রহ করা হবে। কারা নদীতে ড্রেজার চালাচ্ছিল। কারা বালু লুট করছে এই সম্পর্কে আরও তথ্য জানা হবে বলে জানিয়েছেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 991 বার