সিলেটWednesday , 30 October 2024
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কেউ ধাক্কাধাক্কি করবেন না; পুলিশের গাড়িতে তোলার সময় সাবেক কৃষিমন্ত্রী

admin
October 30, 2024 11:48 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর দুই নম্বর সড়ক ৩৫ নম্বর বাড়ি থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় বাড়িটির আশপাশে সাধারণ মানুষসহ বিএনপির নেতাকর্মীরা ভিড় জমায়।

প্রায় চার ঘণ্টা পর আব্দুস শহীদকে বাসা থেকে বের করে পুলিশ। পুলিশের গাড়িতে ওঠানোর সময় আব্দুস শহীদ বলেন, কেউ ধাক্কাধাক্কি করবেন না।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করা হয়েছে। তার উত্তরা বাসায় আমরা রাত ১১টায় অভিযান পরিচালনা করি। প্রায় ৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে রাত সাড়ে ৩টায় তাকে থানায় নিয়ে আসা হয়।’

উত্তরা ১০ নম্বর সেক্টর দুই নম্বর সড়ক ৩৫ নম্বর বাড়ি থেকে আব্দুস শহীদকে বের করার সময় দুটি লাগেজ পুলিশ ভ্যানে উঠানো হয়। এর আগে উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি নিরাপত্তা বিভাগের সহকারী কমান্ডার আবুল কালামসহ আরও দুইজন নিরাপত্তা কর্মীকে বাড়ির ভেতরে নিয়ে যায় পুলিশ।

সেখান থেকে বের হয়ে আবুল কালাম জানান, পুলিশ দুটি লাগেজ খুলে আমাদেরকে দেখিয়েছেন। সেখানে তিন কোটির অধিক টাকা, বিভিন্ন বৈদেশিক মুদ্রা, চারটি স্বর্ণের বার, অসংখ্য অলংকার রয়েছে। পুলিশ এসব দেখিয়ে আমাদের সাক্ষ্য গ্রহণ করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 995 বার