স্টাফ রিপোর্টার
সিলেট, ২১ জুন – জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত সিলেটে পৌঁছেছেন। এই দুই শীর্ষ নেতার আগমনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।
তাঁদের স্বাগত জানাতে সিলেটের বিমানবন্দরে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার ইমন (সানি), মাহবুবুর রহমান (তাসলিম) ও আলী হোসাইন। নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং আগমন উপলক্ষে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে, আগামীকাল ২২ জুন সিলেট জেলার জাতীয় যুবশক্তির সমন্বয় সভায় অংশ নিতে তাঁরা উপস্থিত থাকবেন। এই সভায় জেলার সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
নেতৃবৃন্দ জানান, জাতীয় যুবশক্তির আগামীর প্রত্যাশা, সাংগঠনিক প্রস্তুতি এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিজ্ঞাকে সামনে রেখে সিলেট বিভাগে কার্যক্রম আরও বেগবান ও সংগঠিত হবে।
সিলেটবাসীর আশা, এই সফর নতুন গতি আনবে যুব আন্দোলনে এবং তরুণদের সঙ্গে জাতীয় যুবশক্তির সংযুক্তি আরও শক্তিশালী হবে।