জৈন্তাপুর প্রতিনিধি :
জৈন্তাপুরে বিদেশী আট বোতল মদ সহ দুই মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে খাঁচা বন্দি করল পুলিশ ৷
পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার (২৩ আগষ্ট) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) নিখিল এর নেতৃত্বে সিলেট তামাবিল মহাসড়কের কাটাগং এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন ৷
এসময় বেশ কয়েকটি সিএনজি অটোরিক্সা এবং মটর সাইকেল তল্লাসী চালায় পুলিশ৷ একপর্যায় ভারত হতে সীমান্তের চোরাই পথে মোটরসাইকেল গতিরোধ করে পুলিশ ৷ তাদেরকে তল্লাসী করে ৭৫০ মিলি লিটারের ৮ বোতল বিদেশী মদ পাওয়া যায়৷ পরে পুলিশ ৮বোতল বিদেশী মদ এবং মোটরসাইকেলসহ মদ বহনকারী দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় সীমান্ত এলাকা হতে মদ সংগ্রহ করে সিলেট শহরে নিয়ে যাচ্ছে ৷ প্রায় সময় তারা বিভিন্ন কৌশলে জৈন্তাপুর জাফলং এলাকা হতে ভারতীয় মদ সংগ্রহ করে শহরে নিয়ে যান ৷
আটককৃতরা হল সিলেট মেজরটিলার ৬৩ নং নুরপুর গ্রামের রাহুল দেব এর ছেলে প্রান্ত দে (২১) এবং শিবগঞ্জ আধিত্য পাড়ার ১০৭ নং বাসার মালি সিং এর ছেলে বাবু সিং (২১) ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কে তাৎক্ষনিক চোকপোষ্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮বোতল বিদেশী মদ সহ তাদেরকে আটক করা হয় ৷ তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বুধবার (২৪ আগস্ট) সকালে আদালতে প্রেরণ করা হবে ৷ আটককৃতরা থানা হেফাজতে রয়েছে ৷