স্পোর্টস ডেস্ক:
মঁপেলিয়ের বিপক্ষের ম্যাচেই ফের প্রকাশ্যে এসেছিল ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্ব। পিএসজির হয়ে খেলা এই দুই ফুটবলারের দ্বন্দ্ব নাকি মাঠ থেকে ড্রেসিং রুম, সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম অবধি গড়িয়েছিল। বিশ্ব গণমাধ্যমের এমন খবরের পর মুখ খুলেছিলেন পিএসজি কোচ। তিনি দাবি করেছিলেন, এটা তেমন কিছু নয়।
এবার দুই তারকার দ্বন্দ্বের বিষয়ে কথা বলতে বাধ্য হয়েছে পিএসজির মালিক নাসের আল-খেলাইফি। তিনি গণমাধ্যমে দাবি করেছেন, নেইমার-এমবাপ্পে ভালো বন্ধু।
তুরস্কের ইস্তাম্বুলে গতকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান শেষে খেলাইফি এ বিষয়ক প্রশ্নের জবাবে বলেন, ‘ (নেইমার-এমবাপ্পের মধ্যে) কোনো সমস্যা নেই। আমি মনে করি সমস্যাটা তৈরি করছেন আপনারা সংবাদমাধ্যমের লোকেরা।’ ‘আদতেই কোনো সমস্যা নেই। আমি আমার ভাই বা বোনের সঙ্গে ঝগড়া করতে পারি, এটা স্বাভাবিক। কিন্তু সংবাদমাধ্যমে এটা বড় করে দেখাচ্ছে…কারণ, মানুষটা কিলিয়ান এমবাপ্পে।’
খেলাইফি দাবি, ‘তারা (নেইমার-এমবাপ্পে) দু’জনে ভালো বন্ধু এবং খুব ভালো সতীর্থ।’ ‘তারা সব সময়ই খুব ভালো সতীর্থ থাকবে।’