ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ব্রিজের পাশ থেকে উদ্ধার করা হয় এক নবজাতককে। গত বুধবার (২৪ আগস্ট) উদ্ধারের পর থেকে নবজাতককে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
ঘটনার দিন সন্ধায় স্থানীয়রা বাচ্চাটিকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কয়েকদিন বয়সী ফুটফুটে বাচ্চাটিকে দেখে দেখে আক্ষেপ করতে থাকেন উৎসুক হাজারো মানুষ। বাচ্চাটি উপজেলা সমাজসেবা দপ্তরের দায়িত্বে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে হাসপাতালেই রাখা হয়।
সবাই ভেবেছিলেন বাচ্চাটি আরো অবৈধ বোঝা! কিন্তু ভিন্ন চিন্তা করছেন স্থানীয় সুধিজনরা। এ বাচ্চাটি কয়েক দিন আগেই জন্মেছে। তার শরীরও পরিস্কার এবং পরনের পোশাকও যথেষ্ট অভিজাত। সব মিলিয়ে এটা চুরি করা না অন্য কিছু খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তারা।
অন্যদিকে একই চিন্তা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা দপ্তর। সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ মিয়া সিলেটভিউকে বলেন, ‘বাচ্চাটা চুরি করা হতে পারে বলে অনুমান করছি।
আমরা ইউএনও স্যারসহ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, বাচ্চাটি আপাতত আমাদের খরচেই হাসপাতালে থাকবে। দেখি কোন অভিভাবক আসেন কি না। যদি কোন অভিভাবক না আসেন উপজেলা শিশু কল্যাণ বোর্ড পরবর্তী করনীয় ঠিক করবে।’