নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৭ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) নবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা কালে বিভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল-উপজেলার বড় ভাকৈর(পঞ্চিম) ইউনিয়নের আমড়াখাই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আজিজ মিয়া (৩৬), পৌরসভার মায়ানগর এলাকার মৃত ইছাক উদ্দিনের পুত্র সুজন মিয়া, আব্দুল রহমানের পুত্র মো. রিপন মিয়া (৩৫), করগাঁও ইউনিয়নের বেগমপুর এলাকার মো. নুরুল হকের পুত্র মো. সিরাজুল হক (২০), দেবপাড়া ইউনিয়নের লোগাও এলাকার মৃত আব্দুল রহিমের পুত্র রমজান মিয়া, মৃত আব্দুল রহিমের স্ত্রী আজিজা বেগম, লিটন মিয়ার স্ত্রী রহিমা বেগম। গ্রেফতারের পর গতকাল শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।