সিলেটTuesday , 13 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে নিখোঁজের দুইদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের দুইদিন পর তফছির মিয়া (২৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। মৃত তফছির মিয়া উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। সে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রনাধীন হবিগঞ্জ গ্যাসফিল্ডের দৈনিক শ্রমিক ছিলেন।

মাধবপুর থানার (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গত রোববার থেকে তফছির মিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার মাধবপুরস্থ হবিগঞ্জ গ্যাস ফিল্ডের তেলের ট্যাংকিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

তিনি বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তফছিরকে গ্যাসফিল্ডে প্রবেশ করেন এবং পরে সেখানে থাকা তেলের ট্যাংকির ঢাকনা উটিয়ে তাকে লাফ দিতে দেখা গেছে। এজন্য নিশ্চিতভাবেই বলা যায় এটি আত্মহত্যা। তবে কি কারণে সে এমনটা করেছে পুলিশ তা নিয়ে তদন্ত করছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার