সিলেটSaturday , 17 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল একজনের, আহত ৬

admin
September 17, 2022 12:26 pm
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাজ্জাত সরকার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তালা-পাইকগাছা সড়কের শাহপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাত সরকার (৪৫) তালা উপজেলার পাটকেলঘাটা থানার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি বাস তালা-পাইকগাছা সড়কের সাহাপুর বাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি উল্টে ঘটনাস্থলে সাজ্জাত সরকার নিহত হয়। তাছাড়া গুরুতর আহত হয়েছেন ৬ জন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছে।

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খাঁন জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে সাজ্জাত সরকার নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৬ জন। আহতদের সকলে চিকিৎসাধীন রয়েছেন।