সিলেটMonday , 19 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জুড়ীতে কোভিড-১৯ প্রতিরোধে টাউন হল সভা

Link Copied!

জুড়ী প্রতিনিধি:
জুড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাকো’-এর বাস্তবায়নে ও এডাব-এর সহযোগিতায় “কোভিড-১৯ প্রতিরোধ : ঝুঁকি নিরূপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ” প্রকল্পের আওতায় টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জুড়ী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের সভাপতিত্বে ও সাকো’র নির্বাহী পরিচালক শামীম আহমদ-এর পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন এডাব-এর মৌলভীবাজার জেলা সমন্বয়ক মেহেদি হাসান সুজন, সহকারী সমন্বয়ক রুকশানারা আক্তার।

বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, বর্তমান সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জইন উদ্দিন, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোয়াজ্জেম রুবেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজা-উদ-দৌলা, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রতীশ চন্দ্র দাস।

এছাড়া আওয়ামী লীগ নেতা আব্দুল মনাফ, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কনোজ কুমার দাস, স্বাস্থ্য সহকারী পান্না বিশ্বাস, ফারহান ফেরদেীসী শিরিন, সাকো’র ফোকাল পারসন সোনিয়া আক্তার ও স্বেচ্ছাসেবী মো: ছালাম মিয়া উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন- বিশ্বে কোভিড-১৯ এর ভয়াবহতা চলাকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী উদ্যোগে ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কোভিড-১৯ প্রতিরোধে আমরা সফল হয়েছি। বিশেষ করে জুড়ী উপজেলায় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন-এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা অগ্রণী ভূমিকা রেখেছে। বিশেষ করে টিকা’র বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণ কাজ প্রশংসিত হয়েছে। বর্তমানে শিশুদের টিকা গ্রহণ কার্যক্রম সহজকরণের উপর গুরুত্ব দেয়ার আহবান জানানো হয়।