মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। তফসিল অনুসারে আগামী ২ নভেম্বর এই পৌরসভায় ভোটগ্রহণ হবে। এই পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তাকে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জানা গেছে, ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বনাথ পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এজন্য প্রশাসনিকভাবে সীমানা নির্ধারণ করে ৯টি ওয়ার্ডে বিভক্ত করা হয় পৌর এলাকাকে।
গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পরিপত্রে বিশ্বনাথ পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুসারে, আগামী ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর ১০ অক্টোবর বাছাই, ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়ার তারিখ নির্ধারিত রয়েছে। ভোটগ্রহণ হবে ২ নভেম্বর।
ইসি জানিয়েছে, এই পৌর নির্বাচনে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
আর সহকারী রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সারওয়ার হোসেন।