কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীরকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি) বদলি করা হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এ বদলির আদেশ দেওয়া হয়।
জানা যায়- ৩১তম বিসিএস’র কাওসার দস্তগীর ২০১৩ সালে পুলিশে যোগদান করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার সহকারী পুলিশ সুপার (এসি) ও পরবর্তীতে পদোন্নতি পেয়ে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফোর্স পদে দায়িত্বপালন করেন।
দায়িত্বপালনকালে ২০১৯ সালে তাকে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়।