সিলেটWednesday , 19 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে সাকিবের দল

Link Copied!

ক্রীড়া প্রতিবেদক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম ম্যাচে ২৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সাকিব আল হাসানের দলের।

যার শেষটায় আজ বাংলাদেশ সময় দুপুর দুইটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বুধবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইনজুরির কারণে গত ম্যাচে একাদশের বাইরে থাকা তারকা ব্যাটার লিটন দাসকে এদিন দেখা যেতে পারে বাংলদেশের একাদশে। এর আগে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই ব্যাটার। যে কারণে আফগান ম্যাচে তাকে খেলিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাচ্ছিল না টিম ম্যানেজমেন্ট।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে গেল ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেবার প্রস্তুতিটা একদমই সুখকর হয়নি সাকিব-সৌম্যদের৷ সে ম্যাচে ৬২ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এমন অবস্থায় আজ মিলার-ককদের বিপক্ষে ভালো করাটা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাকিবের দলের জন্য।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

স্ট্যান্ডবাই : শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার