সিলেটSaturday , 22 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

‘বিগ বস’ সঞ্চালনা থেকে বিরতিতে সালমান খান

Link Copied!

বিনোদন ডেস্ক:
‘বিগ বস: সিজন ১৬’ শুরু হওয়ার পর থেকেই নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে শোটি। শুরুতেই পরিচালক সাজিদ খানের অন্তর্ভূক্তি নিয়ে সমালোচনার ঝড়। তারওপর বিগ বসের ঘরে নিত্য অশান্তি, ঝগড়া, মারামারি তো লেগেই আছে। এরমধ্যে নতুন করে শোনা যাচ্ছে, সঞ্চালক বদল হচ্ছে এই বিয়েলিটি শোয়ের।

প্রথম থেকেই ‘বিগ বস’ সঞ্চালনার কাজ করে আসছেন সালমান খান। এই শোয়ের অন্যতম আকর্ষণ তিনি নিজেই। ফলে তাকে বাদ দিয়ে এই অনুষ্ঠান ভাবাই যায় না।

নতুন খবর হলো, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই সুপারস্টার। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যার পরেই এই খবর ছড়িয়ে পড়ে বলিউডে। যদিও অবস্থা আশঙ্কাজনক নয়। কিন্তু আপাতত কোনো কাজ নয়, পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। এর সঙ্গে সঙ্গেই একটি বড় প্রশ্ন উঠে এসেছে। কী হবে ‘বিগ বস’-এর?

যত দূর জানা গিয়েছে, তাতে সালমান যত দিন বিশ্রামে থাকবেন, তত দিন এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব নেবেন বলিউডের প্রভাবশালী নির্মাতা করণ জোহর। ভাইজানের অনুরোধেই তিনি বিগ বস সামলাতে রাজি হয়েছেন।

গত বছর করণ জোহর ওটিটি প্ল্যাটফর্ম ‘ভুত’-এ আয়োজিত বিগ বসের সম্পূর্ণ সিজন সঞ্চালনা করে সবাইকে মনোরঞ্জিত করেছিলেন। এ তারকা নির্মাতার সঞ্চালনা বেশ প্রশংসিত হয়েছিল। তাই সালমান খানও তার এই বন্ধুর প্রতিই ভরসা রাখতে যাচ্ছেন।

করণের সামনেও এখন বড় চ্যালেঞ্জ। সালমানের মতোই তিনি এই অনুষ্ঠানকে জনপ্রিয় করতে পারবেন কি না, দর্শকের নজর থাকবে সেদিকটাতেও।