সিলেটSunday , 23 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ওয়াসিম জাফরকে পাওয়া নিয়ে সংশয়ে সিলেট স্ট্রাইকার্স

Link Copied!

জ্যেষ্ঠ প্রতিবেদক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী বছরের শুরুতে। বেশ খানিকটা সময় থাকলেও আগেভাগেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের এই নতুন দল ইতিমধ্যেই লোগো উন্মোচন অনুষ্ঠান করেছে। প্রকাশ করেছে নিজেদের আইকনের তথ্যও।

তবে হেড কোচ হিসেবে ওয়াসিম জাফরকে পাওয়া নিয়ে সংশয়ে আছে সিলেট স্ট্রাইকার্স।

গেল ১৯ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে সিলেট স্ট্রাইকার্সের। ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানাধীন এই দলের হয়ে এবার আইকন হিসেবে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে। পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ও শ্রীলঙ্কার তিন অলরাউন্ডার থিসারা পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসকে বিদেশি খেলোয়াড়ের কোটায় দলে টেনেছে সিলেট।

সিলেটের টিম ম্যানেজার হিসেবে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল। সহকারি কোচের দায়িত্বে আছেন আরও দুই সাবেক জাতীয় ক্রিকেটার রাজিন সালেহ ও নাজমুল ইসলাম। রাজিন পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও পালন করবেন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল ফাস্ট বোলিং কোচ, মুরাদ খান স্পিন বোলিং কোচ ও ডলার মাহমুদকে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে সিলেট।

ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরকে হেড কোচ হিসেবে চায় সিলেট স্ট্রাইকার্স। প্রকাশ্যে এ বিষয়ে কিছু না বললেও তাকে পাওয়ার চেষ্টা করছে দলটি।

তবে জাফরকে পাওয়া নিয়ে আছে সংশয়। কেননা ওয়াসিম জাফর বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে ব্যাটিং কোচ হিসেবে অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করছেন। বিসিবি যদি সবুজ সংকেত দেয়, তবেই জাফরকে সিলেটের দলে দেখা যেতে পারে।

বিসিবির এক কর্মকর্তা বলছিলেন, ‘ওয়াসিম জাফর তো বিসিবির চুক্তির অধীনে। সিলেট স্ট্রাইকার্স তাকে কোচ হিসেবে চাইছে বলে শুনেছি। তবে সে যেহেতু বিসিবির চুক্তিতে আছে, তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার