সিলেটThursday , 27 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

লক্ষ্মীপুরে বাড়ি ফেরেনি ঘূর্ণিঝড়ে নদীতে নিখোঁজ ৩ জেলে

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মাছ শিকার করতে মেঘনা নদীতে গিয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে নৌকাডুবে ৩ জেলে নিখোঁজ রয়েছে। তাদের ফিরে পেতে ২ দিন ধরে নদীর তীরে মাইকিং করছেন স্বজনরা। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ জেলেরা বাড়ি ফেরেননি।

নিখোঁজরা হলেন লিটন বেপারী, শিপন বেপারী ও সুজন সরদার। লিটন রায়পুর উপজেলার চরকাছিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে, শিপন আবদুর রব বেপারীর ছেলে ও সুজন রব সরদারেরর ছেলে। এরমধ্যে লিটনের বাবা আবুল কাশেম ছেলে নিখোঁজের ঘটনায় বুধবার রায়পুর থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া এলাকা থেকে তারা নৌকা নিয়ে কমলনগর এলাকায় মেঘনা নদীতে মাছ শিকারে যান। রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকাডুবে তারা নদীতে পড়ে যায়। এরমধ্যে ৭ জন কূলে উঠতে পারলেও ৩ জনকে খুঁজে পাওয়া যায়নি।

জেলে রাসেল হাওলাদার জানিয়েছেন, উত্তাল নদীতে মাছ বেশি পাওয়ার আশায় দুই নৌকাতে ১০ জন যায় তারা। নদীর কমলনগর এলাকায় তাদের নৌকা ছিল। ঝড়ের সময় ঢেউয়ের সঙ্গে তাদের একটি নৌকার তলা ফেটে যায়। এতে নৌকাটি অন্যটির সঙ্গে বাঁধা হয়। কিছুক্ষণ পরই তাদের নৌকাটি উল্টে ডুবে যায়। একপর্যায়ে ভেসে তারা ৭ জন কমলনগরের মতিরহাট এলাকায় কূলে উঠে। কিন্তু বাকি ৩ জনকে কোথাও পাওয়া যায়নি।

নিখোঁজ জেলে লিটন বেপারীর স্ত্রী মারুফা বেগম জানান, তিনি স্বামীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে চান। ২ সন্তান তাদের বাবার জন্য পথ চেয়ে আছে।

নৌকার মালিক রাসেল বেপারীর বাবা আবদুল খালেক জানান, নিখোঁজ জেলেদের সন্ধান পেতে তারা চেষ্টা করছেন। নৌকা নিয়ে নদীর বিভিন্ন এলাকায় তাদের খোঁজা হচ্ছে, তীরে মাইকিংও করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, জেলে নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তাদের সন্ধান পেতে এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।