স্পোর্টস ডেস্ক:
রুদ্ধশ্বাস উত্তেজনা! দাঁড়িয়ে গ্যাবার গ্যালারি! উৎকন্ঠায় দুই দলের সমর্থকরাই। পেন্ডুলামের মতো ম্যাচটা দুলছিল দুই দিকেই। জিততে পারে যে কেউ! ঠিক তখনই কীনা অধিনায়ক বল তুলে দিলেন মোসাদ্দেক হোসেনের হাতে। শেষ ওভারের ৬ বলে ১৬ রান আটকাতে হবে তাকে। ঠিক এমনই দৃশ্যপটে সত্যিকারের সমর্থকের দম বন্ধই হয়ে আসে। ছক্কা হজম করে উত্তেজনা বাড়ালেও মোসাদ্দেক নিরাশ করলেন না। নাটকীয়তা ছড়াল ঠিকই কিন্তু শেষ হাসি বাংলাদেশেরই!
বিস্তারিত আসছে…