স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার বিকেলে তাকে প্রতিবেশী কানাইঘাট উপজেলার মুলাগুল বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিলেট নারী ও শিশু নির্যাতন আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ২৮শে জুলাই বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার সামনে থেকে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সায় তুলে অপহরণ করে নিয়ে যায় গ্রেফতারকৃত রাহাদ হাসান ওরফে রাহেল (২১)। সে কানাইঘাট উপজেলার বড়গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। অপহৃত তরুণীও একই উপজেলার ডাউকেরগুল গ্রামের বসিন্দা। বিয়ানীবাজারের জলঢুপে ওই কিশোরীর মামার বাড়ি বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় দৈনিক সিলেট কন্ঠকে জানান, মেয়ে অপহরণের ঘটনায় তার মা বাদী হয়ে গত ২২ অক্টোবর বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন।