সিলেটTuesday , 15 November 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

ব্রাজিলের ‘প্রথম’ অনুশীলনেই গরহাজির নেইমার

Link Copied!

স্পোর্টস ডেস্ক :
নেইমার চলতি মৌসুমে আছেন বেশ ‘সিরিয়াস’ মেজাজেই। পিএসজির হয়ে খেলেছেন দুর্দান্ত, কাতার বিশ্বকাপের আগে শাণ দিয়েছেন নিজের ফর্মে। নিজের ‘শেষ বিশ্বকাপ’ বলে কথা। তবে সেই বিশ্বকাপের আগে যখন প্রথম অনুশীলনে নামল দল, সে অনুশীলনেই কি-না দেখা মিলল না নেইমারের!

বিশ্বকাপের আগে ইউরোপে অনুশীলন ক্যাম্প গেড়েছে ব্রাজিল। রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়নরা এখানেই খেলবে ৫ ম্যাচ। এরপর উড়াল দেবে দোহার উদ্দেশে।

গতকাল সোমবার সকালে জুভেন্তাসের ট্রেইনিং ফ্যাসিলিটিতে ব্রাজিলের ২৬ সদস্যের সবার হাজির থাকার কথা। সেখানে সবাই এসেছেন সময় মতো, আসেননি কেবল নেইমার আর মারকিনিয়োস।

কারণ হিসেবে জানা যায়, দু’জন যখন প্যারিস থেকে যাচ্ছিলেন তুরিনের উদ্দেশে, তখন দেখা দেয় বিপত্তি। যান্ত্রিক গোলযোগের কারণে বিমান পরিবর্তন করতে হয় তাদের।

সোমবার স্থানীয় সময় বিকেলে ব্রাজিলের অনুশীলন যখন শেষ, তখন দুই তারকা ফুটবলার গিয়ে হাজির হন জুভেন্তাসের ট্রেইনিং ফ্যাসিলিটিতে, ব্রাজিল অবস্থান করছে যেখানে।

এর আগে গেলেও অবশ্য তাদের অনুশীলন করতে দিতেন কোচ তিতে। গতকাল এই অনুশীলনে ছিলেন ১৪ খেলোয়াড়, যারা গেল সপ্তাহে ইউরোপীয় ফুটবলে খেলেননি। পিএসজির সবশেষ ম্যাচে নেইমার খেলেছেন শুরু থেকেই। তাই তাকেও থাকতে হতো ব্রাজিলের প্রথম অনুশীলনের বাইরেই।

ব্রাজিলের টেকনিক্যাল স্টাফরা জানিয়েছেন, কোচ তিতের পরিকল্পনা হচ্ছে, তুরিনের প্রথম দুই দিনে দলের খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে। সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই খেলোয়াড়দের অনুশীলনের মাত্রা নির্ধারণ করা হবে। পূর্ণমাত্রায় প্রথম অনুশীলনটা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।

ব্রাজিলের ম্যাচের অবশ্য আরও সময় বাকি আছে। আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিল মুখোমুখি হবে সার্বিয়ার। এরপর জি গ্রুপের বাকি ম্যাচে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলবেন নেইমাররা।