স্টাফ রিপোর্টার:
আগামীকাল ও পরশু (বৃহস্পতি ও শুক্রবার) সিলেটে ইজতেমার আয়োজন করেছিলো অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’। এ লক্ষ্যে মঙ্গলবারর মধ্যেই আয়োজকরা দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে প্যান্ডাল ও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেন।
এরই মাঝে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়- ইজতেমাটি ১৯ নভেম্বরের পরে আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে পুলিশের এ নির্দেশার পরই ইজতেমার আয়োজনস্থলে থাকা ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমির মুফতি মাওলানা মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভীসহ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এসময় ইজতেমা নির্ধারিত তারিখ অনুযায়ী বাস্তবায়ন করার দৃঢ় ঘোষণা দেন তারা।
এ ঘোষণার পর সিলেটের বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার রাত এবং আজ বুধবার সকালে ইজতেমাস্থলে অনেক মুসল্লি এসে পৌঁছে যান। এমতাবস্থায় নির্ধারিত সময়ে নয়, একদিন আগ থেকেই যেন সিলেটে যেন শুরু হয়েছে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র ইজতেমা।
তবে পুলিশের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। মঙ্গলবার রাতে উদ্ভূত পরিস্থিতিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠক থেকে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র আমিরের প্রতি ইজমেতা পেছানোর অনুরোধ করা হয়। কিন্তু ইজতেমা কর্তৃপক্ষ পুলিশকে আশ্বাস প্রদান করেন- তাদের আয়োজন সম্পূর্ণ অরাজনৈতিক। এখান থেকে বিএনপির সমাবেশে কোনো মুসল্লি যাবেন না।
বিষয়টি এসএমপি কর্তৃপক্ষ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। এ বিষয়ে আজ (বুধবার) পুলিশ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ সিলেটভিউ-কে বলেন- ইজতেমার আয়োজকরা আমাদের বলছেন- তাদের আয়োজন ঘিরে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না এবং ইজতেমার দ্বারা রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিল হবে না। এমতাবস্থায় বিষয়টি আমরাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। এ বিষয়ে আজ দিনে একটি সিদ্ধান্ত আসবে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অতিরিক্ত উপ-কমিশনার সুদ্বীপ দাস সিলেটভিউ-কে জানান- আমাদের কাছে খবর রয়েছে, ইজতেমা ঘিরে কোনো কুচক্রি মহল অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তাই কমিশনার স্যারের নির্দেশনায় আমরা ইজতেমাটি কর্তৃপক্ষকে ১৯ নভেম্বরের পরে আয়োজনের নির্দেশ দিয়েছি।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র পক্ষ বলা হয়- ধর্মীয় ও অরাজনৈতিক এ সংগঠনের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেটে দুই দিনব্যাপী ইজতেমার আয়োজন করা হচ্ছে। দক্ষিণ সুরমার পারাইরচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) ফজরের নামাজের পরপরই শুরু হয়ে ইজতেমাটি পরদিন (১৮ নভেম্বর) বাদ জুম্মা শেষ হবে।