স্টাফ রিপোর্টার:
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়ার বাসায় গিয়েছেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বুধবার (১৬ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় যায় চিকিৎসক দল।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডাম খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য ডা. এফ এম সিদ্দিক, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. জাহিদ হোসেন ও ডা. আল মামুন উনার বাসায় যান। আজও সেই রকম উনার বাসায় গেছেন। তিনি আগের মতো আছেন। নতুন করে উনার স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ নেই।
প্রসঙ্গত, বুধবার রাতে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে একটি খবর ছড়িয়ে পড়ে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি আগের মতোই আছেন। আগের যেসব অসুস্থতা ছিল, সেগুলো এখনও আছে। নতুন করে কোনো উদ্বেগ নেই তার শারীরিক অবস্থা নিয়ে।