স্টাফ রিপোর্টার:
ঢাকার সাভারে চলতি ফুটবল বিশ্বকাপে অপেক্ষাকৃত দুর্বল দল সৌদি আরবের কাছে ফেভারিট টিম আর্জেন্টিনার হেরে যাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই কিশোরকে কুপিয়ে জখম করেছে তাদেরই বন্ধুরা।
এ ঘটনায় আহত দুজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। আহত দুই কিশোরের নাম হলো আল আমিন (১৮) ও মেহেদী হাসান (১৬)।
মঙ্গলবার সন্ধ্যায় ম্যাচ শেষে সাভার পৌর এলাকার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বক্তারপুর এলাকায় সবাই মিলে সৌদি আরব ও আর্জেন্টিনার খেলা দেখছিল। খেলায় আর্জেন্টিনা হেরে গেলে সেখানে উপস্থিত একদল কিশোরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরই জের ধরে ২০-২২ জন কিশোর মিলে মেহেদী ও আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদেরই বন্ধু হিসেবে পরিচিত।
পরে আশপাশের লোকজন আহত দুই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারবিন জসিম বলেন, ‘দুই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে আল-আমিনের শরীরে প্রায় ৮-৯ জায়গায় গভীর ক্ষত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।