স্পোর্টস ডেস্ক:
শক্তির বিচারে কিছুটা এগিয়ে থাকা মেক্সিকো শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে। কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাননি দলটির কোনো ফরোয়ার্ড। আর রক্ষণ ঠেকাতে ব্যস্ত পোল্যান্ড যেন হুট করেই সুযোগ পেয়ে যায় লিড নেওয়ার। বিপদের মুখে মুন্সিয়ানাটা এখানেই দেখিয়েছেন অভিজ্ঞ ওচোয়া। বার্সেলোনা স্ট্রাকার রবার্ট লেভান্ডোভস্কির পেনাল্টি ফিরিয়ে একাই মেক্সিকোর হারের মুখ থেকে বাঁচিয়েছেন ৩৭ বছর বয়সী এ গোলরক্ষক।
দোহার স্টেডিয়াম ৯৭৪ এ মঙ্গলবার গ্রুপপর্বের লড়াইয়ে মাঠেন নেমেছিল মেক্সিকো-পোল্যান্ড। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটা বেশ উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে।
প্রথমার্ধে বল দখল ও আক্রমণে পোল্যান্ডের চেয়ে ঢের এগিয়ে থাকা মেক্সিকো চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু ইয়েরভিং লোসানোর ক্রস থেকে দূরের পোস্টে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি আলেক্সিস ভেগা। ২৬ ও ২৮তম মিনিটে আরও দুটি সহজ সুযোগ হাতছাড়া করে মেক্সিকো।
অন্যদিকে প্রথমার্ধে তেমন কোনো জোরালো আক্রমণ শানাতে না পারা পোল্যান্ড ৫৮ তম মিনিটে হুট করেই পেনাল্টি পেয়ে যায়। মেক্সিকোর ডিফেন্ডার এক্তর মোরেনো লেভান্ডোভস্কিকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। কিন্তু গোলমুখে ওচোয়ার দেয়াল ভেদ করা কি এতোই সহজ!
বার্সেলোনা তারকা লেভান্ডোভস্কির স্পটকিকটা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন ওচোয়া। ফিরতি বলেও সুযোগ ছিল; কিন্তু পোল্যান্ডের দুইজন শট নিতে ব্যর্থ হন। আর সঙ্গে সঙ্গে গ্যালারি ভর্তি দর্শক গলা ফাটাতে শুরু করেন ওচোয়ার প্রশংসায়। ম্যাচের বাকিটা সময় আর কোনো গোল না হওয়ায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। অথচ ওচোয়া পেনাল্টিটা না ঠেকালে হয়তো জয় নিয়েও মাঠ ছাড়তে পারতো পোল্যান্ড।