সিলেটMonday , 5 December 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. ব্রেকিং নিউজ
  13. মতামত
  14. মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
  15. রাজনীতি

ফ্রান্সের হয়ে নতুন ইতিহাস গড়লেন জিরু

Link Copied!

স্পোর্টস ডেস্ক:
অলিভিয়ের জিরু ২০১৮ বিশ্বকাপে গোল পাননি বটে, কিন্তু বিশ্বকাপজয়ী সেই দলের গুরুত্বপূর্ণ এক সদস্যই ছিলেন তিনি। তবে এই বিশ্বকাপে তিনি আছেন গোল করার মেজাজেই। ইতোমধ্যেই করে ফেলেছেন ৩ গোল, যার শেষটি পেয়েছেন গেল রাতে। তাতে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন ফরাসি এই স্ট্রাইকার। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন, ভেঙে দিয়েছেন থিয়েরি অঁরির ১৩ বছরের পুরোনো রেকর্ডটি।

জিরু তার গোলটা পেয়েছেন ম্যাচের ৪৪ মিনিটে। কিলিয়ান এমবাপের বাড়ানো বলটা জালে জড়ান তিনি। তাতেই গড়ে ফেলেন রেকর্ডটা। ফ্রান্সের হয়ে এতদিন সর্বোচ্চ গোলের রেকর্ডটা ছিল অঁরির, করেছিলেন ৫১ গোল। সে রেকর্ডটা ভেঙে দেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ৩৬ বছর বয়সী জিরুর গোলসংখ্যা এখন ৫২টি।

তার আনন্দটা দ্বিগুণ হয়েছে ম্যাচ শেষে। পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে তার দল ফ্রান্স পৌঁছে গেছে শেষ আটে।

ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশম জানালেন, জিরু দলের জন্য কেমন গুরুত্বপূর্ণ। বললেন, ‘অলিভিয়ের আমাদের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। চার বছর আগের আসরে সে যখন গোল করতে পারেনি তখনও ছিল। সে আমাদের জন্য সবসময়ই খুব গুরুত্বপূর্ণ।’

কোচ দেশম এই রেকর্ডের গুরুত্বটাও বুঝিয়ে দিলেন ভালোভাবেই। বললেন, ‘তার কঠিন সময় কেটেছে। আজ সে তার পুরস্কার পেয়েছে, কারণ সে প্রায়ই তোপের মুখে পড়ত। এটা কেবলই একটা পুরোনো রেকর্ড ভাঙা নয়, থিয়েরি অঁরিকে পেছনে ফেলাও। অনেকগুলো আন্তর্জাতিক গোল করেছে সে। আমি এখানে কোচ হয়ে আসার আগেও সে কোচ ছিল, তাই তার প্রশংসা করতেই হবে। তার সতীর্থদেরও, যারা তাকে এতগুলো গোলে সহায়তা করেছে।’