হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাধবপুরের বেজুড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে শুভ মিয়া (১৮) ও আফতাব হোসেনের ছেলে সোহাগ মিয়া (১৭)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুঁইয়া।
তিনি জানান, এ দুই যুবক বেজুড়া থেকে মোটরসাইকেলযোগে মহাসড়ক দিয়ে জগদীশপুর বাজারে যাচ্ছিলেন। মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সিলেট থেকে ঢাকামুখী একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শুভ ও সোহাগ।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শুভ ও সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।