সিলেটSaturday , 4 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

২৭ বছর পালিয়ে থেকেও হলো না শেষ রক্ষা

Link Copied!

Manual2 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি:
সাজা থেকে বাঁচতে ২৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আফিল উদ্দিন (৬০)। তবুও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এ আসামির। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে কিশোরগঞ্জের হারাঞ্জা এলাকার এক চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আসামি আফিল উদ্দিন নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, আসামি আফিল উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় ১৯৯৩ সালে একটি ডাকাতি মামলা হয়। পরে সেই মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। ২০০০ সালে আদালত তাকে পলাতক আসামি হিসেবে ওয়ারেন্টভুক্ত করেন। সাজা এড়াতে দীর্ঘ ২৭ বছর তিনি ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

Manual8 Ad Code

নান্দাইল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, গোপন সংবাদের আফিল উদ্দিনের অবস্থায় জানতে পেরে শুক্রবার রাতে অভিযান চালায় থানা পুলিশ। পরে কিশোরগঞ্জ জেলার হারাঞ্জা এলাকার এক চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code