সিলেটThursday , 16 February 2023
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

বেনজেমার রেকর্ডের রাতে রিয়ালের বড় জয়

Link Copied!

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। বার্সেলোনার কাছে স্প্যানিশ লিগের শিরোপা হারানোর পর রিয়াল মাদ্রিদ খুব দ্রুতই কামব্যাক করেছে। ইনজুরি থেকে দলে ফেরা তারকাদের নৈপুণ্যে এরপর তারা ক্লাব বিশ্বকাপের পঞ্চম ট্রফিও জিতে নেয়। তাই গতরাতে লা লিগার ম্যাচেও তাদের জয়টা প্রত্যাশিতই ছিল।

Manual1 Ad Code

বুধবার লিগের পেছনের সারির দল এলচেকে ৪-০ গোলে হারিয়েছে করিম বেনজেমারা। একইসঙ্গে ক্লাবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। দুই পেনাল্টিতে পেছনে ফেলেছেন রিয়ালেরই সাবেক তারকা ফুটবলার রাউল গঞ্জালেসকে।

এদিন ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই রিয়ালকে প্রথম লিড এনে দেন অ্যাসেনসিও। এরপর ২৮তম মিনিটে বেনজেমার গোল অভিমুখে দেওয়া হেড প্রতিপক্ষের ডিফেন্ডার রোকোর হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেটি কাজে লাগিয়ে রিয়াল ক্যারিয়ারে লা লিগায় নিজের ২২৯তম গোলটি করেন বেনজেমা। একইসঙ্গে রাউলের করা ৫৫০ ম্যাচে ২২৮ গোলের মাইলফলক ছাড়িয়ে যান। রিয়ালের হয়ে সর্বোচ্চ ৩১১ গোল (২৯২ ম্যাচে) করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

Manual1 Ad Code

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বেনজেমা। সেটিও আসে পেনাল্টি থেকে। এলচের ডি-বক্সে রদ্রিগো ডিফেন্ডাররা ফাউল করলে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে এবারও ভুল করেননি বেনজেমা। ম্যাচটি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেই বিরতিতে যায় অ্যানচেলত্তির শিষ্যরা।

Manual1 Ad Code

লিগের তলানির দল এলচের বিপক্ষে দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫২ ও ৬১ মিনিটে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু বেনজেমার দুর্বল শট জাল খুঁজে পায়নি। তবে ৮০ মিনিটে কোনাকুনি শটে গোলবার খুঁজে নেন লুকা মদ্রিচ। এতে বড় জয়ে নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নসরা।

Manual4 Ad Code

এই জয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দুইয়ে। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৬। আগামী শনিবার ওসাসুনার বিপক্ষে পরবর্তী ম্যাচে নামবে রিয়াল।

 

Manual1 Ad Code
Manual7 Ad Code