সিলেটThursday , 15 September 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হাওর থেকে বাড়ি ফিরে বাবা দেখেন মাটিতে পড়ে আছে ছেলের মরদেহ

Link Copied!

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুমন মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বাইগুনি গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশার চালক ছিলেন।

নিহত সুমনের বাবা কাঞ্চন মিয়া বলেন, সুমন সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। আমিও হাওরে ঘাস কাটতে চলে যাই। দুপুরে সে খাওয়ার জন্য বাড়ি এসে অটোরিকশাটি চার্জে দিতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। আমি হাওর থেকে ঘাস কেটে বাড়ি ফিরে সুমনের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখি। বিদ্যুৎস্পৃষ্টে ছেলে সুমনের মুখসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে।

স্থানীয় মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। উপার্জনশীল ছেলে সুমনের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।