সিলেটSaturday , 1 October 2022
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্য বিরোধী আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

তাহিরপুরে সংঘর্ষে নিহত ১, আটক ২

Link Copied!

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর জমি সংক্রান্ত বিরোদের জের ধরে রহমত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত রহমত আলী সদর ইউনিয়নের বীর নগর গ্রামের ফজি রহমানের ছেলে।

এ ঘটনায় কিবরিয়া ও হোসাইন নামে দুই জনকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) দুপুর ১টারদিকে উপজেলা সদর ইউনিয়নের বীর নগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার বীরনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে কিবরিয়ার সঙ্গে একই গ্রামের নিহত রহমত আলীর জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল।

শনিবার দুপুরে এ সংক্রান্ত বিষয় নিয়ে রহমত আলীর সঙ্গে কিবরিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রহমত আলী মাঠিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। ময়না তদন্তের জন্য নিহত ব্যক্তিকে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধে দুইপক্ষের সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার