প্রেস বিজ্ঞপ্তি:
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে ষড়যন্ত্রমুলক গায়েবি মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবী করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বাঁধাগ্রস্ত করতে পুরাতন স্টাইলে আবারো বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও কারাগারে প্রেরণ করা হচ্ছে। যা গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়।
সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, অভিলম্বে মিথ্যা ও গায়বি মামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠনের নেতাকর্মীদের হয়রানি বন্দের আহবান জানান।