কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে পৌরসভাধীন দক্ষিণ মাগুরা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গাঁজাসহ জাহেদ খান (২৯) ও নয়ন ধর (২৮) নামে দুই কারবারিকে গ্রেপ্তারে সক্ষম হয়।
থানাসূত্রে জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এসআই এনামুল হকসহ সঙ্গীয় ফোর্স কুলাউড়া পৌরসভাধীন দক্ষিণ মাগুরার জনৈক কাইয়ুম আহমদের বাসার সম্মুখে এক বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দক্ষিণ মাগুরা নিবাসী মো. জাহেদ খান ও কৌলা নিবাসী নয়ন ধরসহ দুই মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বুধবার (৭ ডিসেম্বর) মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি আব্দুছ ছালেক।
তিনি আরও জানান, সিলেট রেঞ্জ ডিআইজির সার্বিক দিকনির্দেশনা ও মৌলভীবাজার পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানাপুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।